‘কালো টাকার মনোনয়ন মানি না, মানবো না’–স্লোগান দিয়ে চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ০৭টার পর উপজেলার টানেল সড়কে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভকারীরা সড়ক বন্ধ করে সরওয়ার জামাল নিজামের ছবি সম্বলিত কুশপুত্তলিকা দাহ করে।
এসময় টানেল সংযোগ সড়কে যানজটে আটকা পড়ে দুর্ভোগের শিকার হয় পথচারী ও কেইপিজেডের শ্রমিকেরা। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানায়, বিএনপির একটি পক্ষ বিক্ষোভ মিছিল করেছে। এ সময় সড়কের যানজট সৃষ্টি হলে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করে। বিক্ষোভের প্রতিক্রিয়ায় সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম বলেন, আমি একমাত্র সংসদ সদস্য যে ওয়ান ইলেভেনের সময় জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। বিগত আওয়ামী লীগ সরকারের আক্রোশের শিকার হয়ে চরমভাবে ক্ষতিগ্রস্ত আমি। তাই চিহ্নিত একটি মহল বহিরাগত লোক এনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।










