আনোয়ারা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে ৭৭ কোটি টাকা ব্যয়ে ১৪টি বড় প্রকল্পের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি প্রকল্পের কাজ শেষও হয়েছে। সব প্রকল্পের কাজ শেষ হলে দুই লক্ষাধিক মানুষের জীবনযাত্রা ও আর্থ-সামাজিক মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।
উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, এ বছর ৬ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে আধুনিক আনোয়ারা উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ ভবণ নির্মাণ কাজ শেষ হয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন হওয়ায় পুরো উপজেলার মানুষের নাগরিক সুবিধা বৃদ্ধির পাশাপাশি নান্দনিক উপজেলা হিসেবে গড়ে উঠেছে। আরসিআইপি প্রকল্পের আওতায় ৭ কোটি টাকা ব্যয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পেশকার হাট পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ চলমান রয়েছে। এ প্রকল্পের কাজ শেষ হলে দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে থাকা চাতরি ও আনোয়ারা সদর ইউনিয়নের ২০ হাজারেরও বেশি মানুষ সুফল পাবে।
এছাড়া এই প্রকল্পের আওতায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে বৈরাগ থেকে পারকী বিচ পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ চলমান রয়েছে। এ প্রকল্পের কাজও শেষ পর্যায়ে রয়েছে। কাজ শেষ হলে কোরিয়ান ইপিজেডে কর্মরত হাজার হাজার শ্রমিক, পারকি সমুদ্র সৈকতে আগত পর্যটকসহ পশ্চিম এলাকার লক্ষাধিক মানুষ উন্নত যোগাযোগ সুবিধা লাভ করবে। তাছাড়া জিওবি মেরামতের আওতায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে মোহছেন আউলিয়া রোডের ৫ কিলোমিটার সড়কের কার্পেটিং কাজও চলমান রয়েছে। এটি বাস্তবায়ন হলে বারশত, বটতলী, জুঁইদন্ডিসহ আরো বেশ কয়েকটি ইউনিয়নের বাসিন্দা সুফল পাবে। শুধু তাই নয় (এমডিএসপি) প্রকল্পের আওতায় ১৪টি প্রাইমারি স্কুলে সাইক্লোন সেল্টার নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। দুর্যোগকালীন এ বিদ্যালয় ভবনগুলো শেল্টার হিসেবে ব্যবহৃত হবে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন প্রকল্পে উপজেলার দুই লক্ষাধিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।
উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান জানান, আনোয়ারা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে গত দুই অর্থ বছরে দুই প্যাকেজে ৭৭ কোটি টাকা ব্যয়ে ১৪টি বড় প্রকল্পের নির্মাণ কাজ এগিয়ে চলছে। তার মধ্যে সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে (আধুনিক) আনোয়ারা উপজেলা পরিষদ ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। তাছাড়া এলজিইডির অধীনে আনোয়ারার এগারো ইউনিয়নে ১৪টি প্রাইমারি স্কুলে সাইক্লোন সেল্টার নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। শুধু তাই নয়, গত ১০ বছরে আনোয়ারার সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়েছে।
আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী জানান, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের একান্ত প্রচেষ্টায় আনোয়ারা আধুনিক উপজেলায় উন্নীত হয়েছে। বর্তমানে আনোয়ারায় বঙ্গবন্ধু টানেল ও টানেল অ্যাপ্রোস সড়কের কাজ শেষ পর্যায়ে রয়ছে। সাড়ে ৫শ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের কাজ চলমান আছে। পারকি সমুদ্র সৈকতের উন্নয়নে ৭০ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। নির্মিত হয়েছে উপজেলা পরিষদ ভবন, আধুনিক থানা ভবন, ফায়ার সার্ভিসসহ অনেক বড় বড় প্রকল্প।