আনোয়ারায় বজ্রপাতে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ১১:৩৩ পূর্বাহ্ণ

আনোয়ারায় গতকাল শুক্রবার বিকাল ৫ টায় উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরায় খেলার মাঠে বজ্রপাতের আঘাতে মো. ফোরকান (১৫) নামের এক মাদরাসা শিক্ষার্থী নিহত ও রাকিব (১৫) নামের আরেক কিশোর আহত হয়েছে। পৃথক ঘটনায় একই ইউনিয়নের সরেঙ্গা এলাকায় জাহানার বেগম (৫৫) নামের এক গৃহবধূ আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ফোরকানকে মৃত ঘোষণা করেন। আহত রকিব ও জাহানারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ফোরকান রায়পুর গ্রামের খতিরবাপের বাড়ী মো. ইউসুপের পুত্র। আহত রাকিব একই বাড়ীর মো. নাছিরের পুত্র এবং জাহানার বেগম ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা গ্রামের আলী আকবরের স্ত্রী। স্থানীয় প্রত্যক্ষদর্শী শেখ মোহাম্মদ বলেন, শুক্রবার বিকাল ৫ টায় খোর্দ্দ গহিরা খেলার মাঠে স্থানীয় কিশোররা ফুটবল খেলার সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতের আঘাতে ফোরকান ও রকিব আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আনোয়ারা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তাহা জানান, শুক্রবার সন্ধ্যায় রায়পুর ইউনিয়ন থেকে বজ্রপাতে আহত ২ কিশোর এবং এক গৃহবধূকে স্বজনরা হাসপাতালে আহত অবস্থায় নিয়ে আসে। তাদের মধ্যে হাসপাতালে নিয়ে আসার আগেই ফোরকান মারা যান। অহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিবন্ধীরা দেশের বোঝা নয় সম্পদ : সমাজকল্যাণমন্ত্রী
পরবর্তী নিবন্ধযুব রেড ক্রিসেন্ট সিটি কলেজ ইউনিটের ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ উদ্‌যাপন