আনোয়ারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হাইলধর ইউনিয়ন ফুটবল একাদশ। গত মঙ্গলবার আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় হাইলধর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ টাইব্রেকারে ৩-২ গোলে বারশত ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে। ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোল না হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। খেলা পরিচালনা করেন রেফারী ফরহাদ হোসেন ও তরিকুল হক। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মিটু, সেরা গোলদাতা মোহাম্মদ সাজিদ, সেরা গোলকিপার মোহাম্মদ ইমন, ম্যান অব দ্যা টুর্নামেন্ট নাহিদুল ইসলাম এবং সেরা কোচ নির্বাচিত হন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আনোয়ারা উপজেলা প্রশাসন আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার (সার্কেল) আনোয়ারা মো. হুমায়ূন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম দিদারুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, হাইলধর ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শামসুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম বকুল, জাহেদুল হক, এম.এ আব্বাস, উপজেলা যুবলীগের সদস্য এম. নজরুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এনামুল হক, আমিন ফারুক, মোহাম্মদ জুয়েল, প্রবীর তালুকদার, ইউপি সদস্য জামাল উদ্দিন, মোজাম্মেল হক প্রমুখ। খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের চেয়ারম্যান নাজিম উদ্দিনের হাতে ট্রফি, নগদ ১০ হাজার টাকা প্রাইজমানি ও রানার আপ দলের চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্র হাতে ট্রফি, ৫ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন।