আনোয়ারায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ৩০ মে, ২০২২ at ৮:৪৮ পূর্বাহ্ণ

 

 

আনোয়ারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব১৭) ফুটবল টুর্নামেন্ট গত শনিবার বিকালে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। তিনি টুর্নামেন্টের উদ্বোধন ঘোষনা করেন। টুর্নামেন্টে উপজেলার ১১ ইউনিয়নের ১১ টি দল অংশগ্রহন করছে। গতকাল ৩টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় রায়পুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ টাইব্রেকারে ৩২ গোলে জুঁইদন্ডি ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় চাতরি ইউনিয়ন পরিষদ একাদশ টাইব্রেকারে ৪৩ গোলে পরৈকোড়া ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে। শেষ খেলায় বারখাইন ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ টাইব্রেকারে ৪২ গোলে হাইলধর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে। উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জমিরুল ইসলাম, বরুমচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম,বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলী,হাইলধর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কলিম উদ্দীন, বারখাইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী সাকিল, চাতরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, টুর্নামেন্টের সমন্বয়ক মাষ্টার এনামুল হক, পরৈকোড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মালেক।

পূর্ববর্তী নিবন্ধসমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধহকিতে ইন্দোনেশিয়াকে হারিয়ে পাকিস্তানের সামনে বাংলাদেশ