আনোয়ারায় মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে দূরে রাখার লক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনোয়ারা ফুটবল একাডেমির আয়োজনে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে সারা আনোয়ারা ফুটবল একাদশ ও আনোয়ারা ফুটবল একাডেমি একাদশ। ৯০ মিনিটের এ প্রীতি ম্যাচটি গোল শূন্যভাবে শেষ হয়। আনোয়ারা ফুটবল একাডেমির সভাপতি মোহাম্মদ এনামের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. নুরুল ইসলাম, আনোয়ারা ফুটবল একাডেমির উপদেষ্টা ইবরাহিম খলিল। খেলা শেষে আনোয়ারা ফুটবল একাডেমির পক্ষে সামাজিক, মানবিক, শিক্ষা ও ক্রীড়ায় বিশেষ অবদান রাখায় সারা আনোয়ারাকে ক্রেস্ট প্রদান করা হয়।