আনোয়ারায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

| মঙ্গলবার , ৭ মার্চ, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার বিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম ছরোয়ার হোছাইনের বদলি জনিত সংবর্ধনা সভা গতকাল সোমবার বিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি বিলাশ কান্তি দাশের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক প্রিয়াংকা দাশ গুপ্তার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিটন চন্দ্র দেব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুনু রানী শুর, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইসমাইল হোসেন, ইউপি সদস্য মোক্তার হোসেন, রাজু দাশ গুপ্ত, আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি রুপন দত্ত, জাহিদ হাসান হৃদয়, মো. জাবেদুল ইসলাম, মো. রিয়াদ হোসেন, মো. আরফাতসহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে সয়াবিন তেল বিক্রেতাকে জরিমানা
পরবর্তী নিবন্ধবিমল কৃষ্ণ চৌধুরী