আনোয়ারায় নানা আয়োজনে বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্রের প্রাক্তন প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ভূঁইয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে গতকাল শুক্রবার বিদ্যালয়ের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখতিয়ার মাহমুদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক রূপন বৈদ্যর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্রের পরিচালনা পর্ষদের সভাপতি হাসানুজ্জামান চৌধুরীর জোসেফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ। বিশেষ অতিথিদের মাঝে বক্তব্য রাখেন, মোসলেহ উদ্দীন মনসুর, মিজানুর রহমান চৌধুরী, কলিম উদ্দীন, আমিনুল হক, জসীম উদ্দীন। বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের মাঝে বক্তব্য রাখেন, আমিনুল ইসলাম, মোঃ আলী, সেলিম উদ্দিন, এনামুল হক, মামুনুর রশীদ, দাহেরুল আলম, সালাউদ্দিন, মোঃ হাসান, ফাতেমা ফরিদ ফিজি, ইসমাইল, আব্দুস সবুর, নাজিম উদ্দীন, মোঃ হেলাল, শহিদুল ইসলাম করিম, সালাউদ্দিন, নেয়াম আলী, ফরহাদুল ইসলাম। আলোচনা সভাশেষে বিদায়ী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ভূঁইয়াকে প্রাক্তন শিক্ষার্থীরা ক্রেট ও সম্মনা প্রদান করেন।