আনোয়ারায় গতকাল সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজলোর পরৈকোড়া ইউনয়িনরে মামুর খাইন গ্রামরে নাহিন হাসনাইন (৬) নামের এক শিশু পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। নিহত নাহিন স্থানীয় মামুর খাইন গ্রামরে শাহদি হোসনেরে পুত্র।
আনোয়ারা থানার ভারভাপ্ত র্কমর্কতা এস.এম. দিদারুল ইসলাম জানায়, সোমবার দুপুরে উপজলোর পরৈকোড়া ইউনিয়নরে শাহিদের ছয় বছরের শিশু পুকুরে পড়ে যায়, পরে পরিবারের সদস্যরা শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর র্কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।