আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে মো. ইয়াসিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার সময় উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ইয়াসিন স্থানীয় মো. জসিমের পুত্র।
স্থানীয়রা জানান, শিশুটি বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করার এক পর্যায়ে অসাবধানবশত পুকুরে পড়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ইয়াসিনের নিথর দেহ দেখতে পায়। তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।












