আনোয়ারায় পুকুরে গোসল করতে নেমে হোটেল কর্মচারীর মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ৫:৫০ অপরাহ্ণ

আনোয়ারায় পুকুরে গোসল করতে নেমে ইয়াছিন (১৮) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। রবিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। তিনি আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের মরিয়ম হোটেলের কর্মচারী হিসেবে কাজ করতেন।

জানা যায়, সকাল ১১টার দিকে পুকুর ঘাটে মোবাইল, প্যান্ট ও গামছা রেখে একলা গোসল করতে নামেন ইয়াছিন। দীর্ঘ দেড় ঘন্টার কাছাকাছি পুকুর থেকে না ওঠায় আশপাশের লোকজন খোঁজাখুঁজি করে। পরে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি টিম পুকুর খোজাখুজি করলে আধাঘন্টা পর তাকে উদ্ধার করে। উদ্ধার শেষে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন৷

আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে এক যুবক গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি টিম উদ্ধার কাজ চালাই। আধাঘন্টা পর মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন পুতিন, যুদ্ধবিরতি অনিশ্চিত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু