আনোয়ারায় পর্যটন বিকাশে পারিবারিক জমিতে বাগান

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ২০ সেপ্টেম্বর, ২০২১ at ১০:২০ পূর্বাহ্ণ

আনোয়ারায় পর্যটন সম্ভাবনার বিকাশে ৪০ বছর ধরে নীরবে কাজ করে যাচ্ছেন প্রকৃতিপ্রেমী মঈন উদ্দীন আহমদ চৌধুরী (মেন্না)। বটতলী মোহছেন আউলিয়া মাজারের কাছেই ১৫ একর জমিতে ব্যক্তি পর্যায়ে গড়ে তুলেছেন নয়নাভিরাম মেন্না গার্ডেন বা বাগান। ইতিপূর্বে ওয়ান্ডার গার্ডেন, হিলটপ পার্ক নামে আরো দুটি বিনোদন পার্কের পর ব্যক্তি পর্যায়ে এটি মঈন উদ্দীন চৌধুরীর তৃতীয় উদ্যোগ।
মেন্না গার্ডেন নামে এই পার্কে প্রতিদিনই ভিড় করছেন শত শত বিনোদনপ্রেমী। গত শুক্রবার মেন্না গার্ডেন পরিদর্শনে এসে এর উদ্যোক্তা ও গার্ডেনের আধুনিক নির্মাণশৈলীর প্রশংসা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। তিনি গার্ডেনে একটি গাছের চারা রোপণ করেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহবুবুল হক, মেন্না গার্ডেনের প্রতিষ্ঠাতা মঈন উদ্দীন আহমদ চৌধুরী (মেন্না), জালাল উদ্দীন আহমদ চৌধুরী মনজু, কলামিস্ট এডভোকেট সালাহ উদ্দীন আহমদ চৌধুরী লিপু, মো.নাছির উদ্দীন।
পরিদর্শন শেষে ভিসি ড. শিরীণ আখতার সাংবাদিকদের বলেন, আনোয়ারার বটতলীতে মেন্না গার্ডেন পরিদর্শনে এসে আমি মুগ্ধ হয়েছি। একটি বিনোদন কেন্দ্রে পর্যটকদের আকৃষ্ট করতে যা কিছু দরকার তার অনেক কিছু এ গার্ডেনে দেখতে পেয়েছি। আমি যতদূর জানি এ গার্ডেনের প্রতিষ্ঠাতা মঈন উদ্দীন আহমদ চৌধুরী (মেন্না) একজন প্রকৃতি ও পর্যটন প্রেমী মানুষ। তার স্বপ্ন একদিন বাস্তবে রূপ লাভ করবে।

পূর্ববর্তী নিবন্ধসিআরবি বাঁচাও আন্দোলনে জিতবে চট্টগ্রামের মানুষ
পরবর্তী নিবন্ধতত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি