আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে মাদক, সন্ত্রাসমুক্ত, সুশৃঙ্খল ও শক্তিশালী সমাজ গঠনের লক্ষ্যে সপ্তাহব্যাপী পরৈকোড়া প্রিমিয়ার ফুটবল ফ্যাস্টিভাল উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার পরৈকোড়া ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এম মনসুরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফোরকান, উদ্দিন, জেলা বিএনপির সদস্য জাগির হোসেন, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য রফিক ডিলার, জামাল উদ্দিন আনসারী, আবু বক্কর, আবদুল মইয়ুম চৌধুরী ছোটন আবদুল হক মেম্বার, মাহাতা পাঠনীকোটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এহডক কমিটির সভাপতি ফজলুল কাদের, প্রধান শিক্ষক মোহাম্মদ ছবুর, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আজিজুল হক, মোহাম্মদ আলমগীর, দিদার হোসাইন চৌধুরী, আবদুল মইয়ুম চৌধুরী ছোটন, মোজাম্মেল হক চৌধুরী, আবদুল করিম, কাশেম, মনজুর, ওসমান সিকদার, আরিফ, ইসমাইল বিন মনির, জুয়েল, কলেজ ছাত্র দলের সভাপতি বোরহান উদ্দিন, মাসুদ পারভেজ, তানভীর উদ্দিন আরিফ, আবু বক্কর লিটন, মিঠু, লিটন, সাকিব জাকারিয়া, সাহেদ, জুয়েল, রিহাজ, মোবারক, জামশেদ, হামিদ, দেলোয়ার প্রমুখ।