আনোয়ারায় পথসভা ‘বিএনপি জনগণের কল্যাণে কাজ করে’

| শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৬:২৯ পূর্বাহ্ণ

৩১ দফা সম্বলিত বিএনপির আগামীর কর্ম পরিকল্পনা গণমানুষের কাছে পৌঁছে দিতে কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তারই অংশ হিসেবে আনোয়ারাকর্ণফুলী সংসদীয় আসনে পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

এই আসন থেকে সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক দক্ষিণ জেলা ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন চৌধুরী আশফাক বিএনপির অঙ্গ সংগঠন ও এলাকাবাসীর মুরব্বিদের নিয়ে মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন।

এ সময় তিনি জুইদন্ডি ইউনিয়নের লামার বাজার, চৌমুহনী, খুর স্কুল, গোদার পাড়সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট, হাট বাজার, পাড়া মহল্লায় জনগণের কাছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসীন হলে মানুষের মৌলিক অধিকারসহ গণমুখী পদক্ষেপসমূহ বাস্তবায়নের অঙ্গীকার পত্র হিসেবে যে ৩১ দফা বিএনপি ঘোষণা করেছে তা জনগণের মাঝে পৌঁছে দিতে বদ্ধ পরিকর বলে জানান। তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশান্তির হাটে ব্রীক সলিন ও গভীর নলকূপ স্থাপনের কাজ উদ্বোধন
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প