আনোয়ারায় নিজ বাড়ি থেকে অস্ত্রসহ যুবক আটক

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ৩ মার্চ, ২০২১ at ১২:৩৬ অপরাহ্ণ

আনোয়ারায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ মো. নাছির (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার ভোররাতে উপজেলার চাতরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জালাল সওদাগরের ঘর থেকে তাকে আটক করা হয়। নাছির মৃত জালাল সওদাগরের পুত্র। অভিযানের সময় একটি ওয়ানশুটার গান, এক রাউন্ড গুলি, ছয়টি চাকু এবং ৩৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম র‌্যাব-৭ অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের বিশেষ টিম মঙ্গলবার ভোর রাতে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের উত্তর চাতরী এলাকায় অভিযান চালায়। এসময় মো. নাছিরকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে ১টি ওয়ানশুটার গান, ১ রাউন্ড গুলি, ৬টি চাকু এবং ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার নাছিরের বিরুদ্ধে আনোয়ারা থানায় একটি মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইউপি চেয়ারম্যান আবদুল হক মিঞার মৃত্যুতে শোক প্রকাশ
পরবর্তী নিবন্ধচুয়েটে পুরকৌশল খাতের অগ্রগতি বিষয়ক সেমিনার কাল