আনোয়ারায় নাশতা খেতে বের হয়ে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে ১৩ বছর বয়সী মাদরাসা ছাত্র মো. আইনুল ইশমাম। মালঘর আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা (হেফজ ও এতিমখানা)-এর হোস্টেলে থেকে পড়াশোনা করা ইশমাম আজ সোমবার সকাল ৭টার দিকে নাশতা খেতে বের হয়ে আর ফিরে আসেনি।
নিখোঁজ মাদ্রাসাছাত্রের পরিবার জানায়, দীর্ঘ খোঁজাখুঁজির পর দুপুরে একটি অপরিচিত নম্বর (০১৯৬****৩৭১৪) থেকে ফোন আসে। ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তি জানান, ইশমামকে অপহরণ করা হয়েছে এবং তাকে বাঁশখালী এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। তবে পরে সেই নম্বরে যোগাযোগের চেষ্টা করলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
ঘটনাটি সন্দেহজনক হওয়ায় শিশুটির বাবা মোহাম্মদ রফিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কিন্তু অপহরণের বিষয়টি জিডিতে উল্লেখ করেননি তারা।
নিখোঁজ মাদ্রাসাছাত্রের বাবা মো. রফিক বলেন, হুজুরে বকাঝকা করেছিলো রাতে। সকালে টিফিনের জন্য সময় দিলে সেসময় সে বাইরে যায়। এরপর তার আর খোঁজ মিলছে না। অত:পর একটি অজ্ঞাত নাম্বার থেকে সে বাঁশখালী আছে বলে জানিয়ে তাকে অপহরণ করেছে বলে জানায়। কিন্তু পরে ওই নম্বরে আর সংযোগ পাওয়া যায়নি।
নিখোঁজ ইশমামের মামা বোরহান শাকিল বলেন, “প্রতিদিনের মতো নাশতা খেতে বের হলেও এবার আর সে ফিরেনি। অপহরণের ফোন আসার পর আতঙ্ক আরও বেড়েছে। এখনো কোনো খোঁজ মেলেনি। আমরা প্রশাসনের সহযোগিতা চাইছি।”
পাশাপাশি কেউ তথ্য পেলে ইশমামের চাচার নম্বরে (০১৫৮৬১৩৫৯৮৭) যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “জিডি হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।”











