আনোয়ারায় মাধ্যমিক পর্যায়ে স্কুল ভিত্তিক নারী শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল বৃহস্পতিবার আনোয়ারা মডেল সরকারি উচচ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় ১-০ গোলে পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ওডেব’র এর দাতা সংস্থা-ডায়াকোনিয়ার সহায়তায় আয়োজিত এ টুর্নামেন্টের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের ছিলেন আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র দাশ, পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার নন্দী, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. নুরুল ইসলাম, সাংবাদিক জাহিদ হাসান হৃদয়, মোহাম্মদ রিয়াদ হোসেন। ওডেব’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী, লাবণ্য মুৎসুদ্দী, মাহমুদুল হক, ফয়জুল হাকিম, হাসিনা আক্তার,হেলাল মিয়া, অনুপমা সাহা। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক এনামুল হক।