আনোয়ারায় নবগঠিত গাউছিয়া কমিটির অভিষেক

| রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

গাউছিয়া কমিটি আনোয়ারা উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক গত ২৩ জানুয়ারি খানকাকাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরওয়া হেফজখানা ও এতিমখানায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ আহামদ কবির। সাধারণ সম্পাদক মনির আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য পেয়ার মুহাম্মদ। প্রধান বক্তা ছিলেন গাউছিয়া কমিটি দক্ষিণ জেলার আহ্বায়ক হাবিবুল্লাহ মাস্টার। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ শেখ সালাউদ্দিন, এম এ মান্নান, শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ও মোহাম্মদ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন আশরাফুজ্জামান চৌধুরী, সেলিমুল্লাহ খান, মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বশর সওদাগর এবং রফিকুল ইসলাম আনোয়ারী। বক্তব্য রাখেন রফিকুল ইসলাম। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফজলুল করিম আনোয়ারী। বক্তারা বলেন, দ্বীন ইসলাম ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের মাযহাবমিল্লাতের খেদমতে গাউছিয়া কমিটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। আগামী দিনগুলোতে দাওয়াত, মানবিক সহায়তা ও ধর্মীয় শিক্ষা বিস্তারে কার্যক্রম জোরদার করা হবে বলেও তারা উল্লেখ করেন।অনুষ্ঠানে খানকা শরীফ হেফজখানার ৪ জন শিক্ষার্থী কোরআনে হেফজ সম্পন্ন করায় তাদের দস্তারবন্দী প্রদান করা হয়। এই উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে গাউছিয়া কমিটি আনোয়ারা উপজেলা শাখার আওতাধীন ১১টি ইউনিয়ন শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাসদ (মার্কসবাদী) প্রার্থীর সমর্থনে মিছিল, লিফলেট বিতরণ
পরবর্তী নিবন্ধমহানবীর জীবনাদর্শ অনুসরণে পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব