আনোয়ারায় ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম জন্মোৎসব পালন উপলক্ষে দুইদিন ব্যাপী ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় আনোয়ারা সদরে অনুষ্ঠিত হয়। সৎসঙ্গ বাংলাদেশ আনোয়ারা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠান উদযাপন পরিষদের সভাপতি পলাশ বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিবাকর দাশ মান্নার সঞ্চালনায় আয়োজিত ধর্ম সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হিন্দু কল্যাণ বোর্ডের ট্রাস্টি দিপক পালিত। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও ভাগবতীয় বক্তা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন, সহকারী অধ্যাপক তপন কুমার রায়। আলোচক ছিলেন দিলীপ ভৌমিক, পুলক কান্তি দাশ, আনোয়ারা থানা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সাগর মিত্র, সদস্য সচিব প্রদীপ ধর, চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আশীষ চৌধুরী, চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের টিআই বিপ্লব দাশ। স্বাগত বক্তব্য রাখেন পলাশ দত্ত লিটন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কাজল বিশ্বাস, মানিক নাথ, ভুপাল ধর, আনোয়ারা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রুপন দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব রাহুল ধর, সেবা সংঘের সভাপতি সুমন মিত্র, রাজু সিকদার, ব্যবসায়ী প্রকাশ সরকার, পরিমল দত্ত প্রমুখ। ধর্ম সভায় ঠাকুর অনুকূল চন্দ্রের ধর্মীয় ও কর্মজীবনের নানান দিক আলোচনা করা হয়। সেই সাথে ধর্মীয প্রার্থনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্য দিয়ে দুদিনব্যাপী এ অনুষ্ঠান শেষ হয়।











