আনোয়ারায় দোকান চুরি করতে গিয়ে গ্রেপ্তার দুই

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ১০:২২ পূর্বাহ্ণ

আনোয়ারায় গত মঙ্গলবার রাতে দোকানের তালা কেটে চুরি করার সময় আলমগীর ফরিদ (২৬) ও তৌহিদুল ইসলাম মোহন (২৫) নামের দুই চোরকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত কাটার উদ্ধার করা হয়।

জানা যায়, মঙ্গলবার রাতে থানার উত্তর পাশে অবস্থিত বাবুল সওদাগরের পানের দোকান চুরি করার পর হেলাল সওদাগরের ফলের দোকান চুরি করার সময় পুলিশ হাতেনাতে এদের আটক করে। আটক আলমগীর ফরিদ লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা মো. সানাউল্লাহর পুত্র। তৌহিদুল ইসলাম মোহন পটিয়া উপজেলার জিরি গ্রামের বাসিন্দা মো. আলীর পুত্র। গত বিশ বছর ধরে তারা আনোয়ারা সদর ইউনিয়নে স্থায়ীভাবে বসবাস করছেন।

আনোয়ারা থানার উপ সহকারী পুলিশ পরিদর্শক মো. এনায়েত বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৩টায় আনোয়ারা থানার সামনে ডিউটি চলাকালীন সময়ে দেখতে পাই হেলাল সওদাগরের ফলের দোকানের ভেতর দুই ব্যক্তি অবস্থান করছে। আমার সন্দেহ হলে আমি তাদের চার্জ করি এবং গ্রেপ্তার করি। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দুই চোরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এদিকে ঘটনার পর চুরির ঘটনায় অতিষ্ট শতাধিক ক্ষুদ্ধ ব্যবসায়ী ও স্থানীয় ক্ষতিগ্রস্তরা থানায় পুলিশের কাছে অভিযোগ দিয়েছে। তাদের অভিযোগ, অভিযুক্তরা গত পাঁচ বছরে স্থানীয় একটি অপরাধ চক্রের সহায়তায় শুধু আনোয়ারা সদর ইউনিয়নে অর্ধ শতাধিক চুরি, ছিনতাই ও সামাজিক অপরাধ সংগঠিত করলেও এদের বিরুদ্ধে ক্ষতিগ্রস্তরা মুখ খুলতে সাহস পায়নি।

পূর্ববর্তী নিবন্ধগ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধপ্রবাসী স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু