দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মিত হয়েছে আনোয়ারা উপজেলার বরুমচড়ায় ভরাশঙ্খ খালে। ২১ কোটি টাকা ব্যয়ে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভূ-উপরিস্থ পানি ব্যবহারের জন্য রাবার ড্যাম নির্মাণ প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এ ড্যাম নির্মাণ করেছে। আধুনিক প্রযুক্তির এ হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণের ফলে উজান থেকে শিকলবাহা খাল হয়ে আসা মিঠা পানি সংরক্ষণ ও ভাটিতে সাগর থেকে শঙ্খ হয়ে আসা লোনাপানির অনুপ্রবেশ প্রতিরোধ করে ফসল রক্ষা করা সম্ভব হবে। এর কারণে আনোয়ারার বরুমচড়া, বারখাইন, হাইলদর, বটতলী ইউনিয়নের ৩ হাজার হেক্টর জমির সেচ সুবিধা সমপ্রসারিত হয়েছে।
জমিতে শাক-সবজি, ইরি চাষসহ নানা কৃষি পণ্য উৎপাদন করতে পারবে। এতে ১৩ হাজার মেট্রিক টন ধান বেশি উৎপাদন হবে। এই প্রকল্পের মাধ্যমে উপজেলার ১১ হাজার কৃষক উপকার ভোগ করবে। বাংলাদেশ সরকারের অর্থায়নে চীনা প্রযুক্তি ব্যবহার করে ড্যাম প্রকল্পটির নির্মাণ কাজ করেছেন চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান বিআইসির পক্ষে মেসার্স আবুল বসর। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি এ হাইড্রোলিক এলিভেটর ড্যাম উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিতে বিপ্লব সৃষ্টি করেছে, যার কারণে গত ৭-৮ মাসের করোনা ভাইরাসের মহামারীর এই দুর্যোগে দেশের কোথাও খাদ্য সংকট সৃষ্টি হয়নি। উন্নয়নের পাশাপাশি কৃষিতে এটি বর্তমান সরকারের বড় সাফল্য। ১৯৭১ সালে মহান মক্তিযুদ্ধের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন করা হয়েছে। ক্ষুদা ও দারিদ্র মুক্ত দেশ গঠনে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই সাথে সারা দেশে কৃষির উন্নয়নে সরকার মেগা প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর ইচ্ছা ও তাঁর সুযোগ্য উত্তরসূরি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নির্বাচনী এলাকা আনোয়ারার বরুমচড়ার ভরাশঙ্খ খালে দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যামটি নির্মাণ করা হয়েছে। এই বাঁধটি ভাল কাজ করলে দেশে এ ধরণের আরো বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়া হবে।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, বাংলাদেশের প্রথম হাইড্রোলিক ড্যাম আনোয়ারার বরুমচড়ায় বাস্তবায়নের উদ্যোগ নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরীসহ সংশ্লিষ্ট বিভাগের সকল কর্মকর্তার প্রতি আনোয়ারাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি একটি সরকারের পাইলেট প্রকল্প, আমার মরহুম পিতা আখতারুজ্জামান চৌধুরী বাবু এ ধরণের একটি বাঁধ নির্মাণের জন্য অনেক চেষ্টা চালিয়েছিলেন। বাঁধটি নির্মিত হওয়ায় আমার বাবার স্বপ্নও পূরণ হল। তাই এই ড্যামটি যথাযথভাবে পরিচালনা ও সুরক্ষিত রাখার জন্য এলাকাবাসীর সহযোগিতা কমনা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাছিরউজ্জামান। অতিরিক্ত সচিব ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ন সচিব মো. আরিফ, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ মালেক, বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী।
বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন আমজাদীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী, রেহেনা ফেরদৌস চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, চেয়ারম্যানদের মাঝে উপস্থিত ছিলেন মো. সোলাইমান, জানে আলম, এম এ কাইয়ুম শাহ, মো. ইয়াছিন হিরু, অসিম কুমার দেব, আওয়ামীলীগ নেতা ফজলুল করিম চৌধুরী বাবুল, সুগ্রীব মজুমদার দোলন, কলিম উদ্দিন, আনোয়ার হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, মো. ছৈয়দ, নজরুল আনচারী মুজিব, জাহেদুল হক, আজিজুল হক নসু, আতিকুর রহমান চৌধুরী, মিজানুর রহমান সেলিম, জাহাঙ্গীর আলম, এম নজরুল ইসলাম ও আবু তাহের প্রমুখ।