আনোয়ারায় প্রশাসনের বৈধ অনুমোদন না থাকা ও সরকারের নীতিমালা অনুসরণ না করে প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে দুই প্রাইভেট ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার বিকালে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহতাব উদ্দিন চৌধুরী।
অভিযানে বটতলী রুস্তম হাট এলাকায় জনসেবা নামে একটি প্রাইভেট ক্লিনিকে অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর কালাবিবি দীঘির মোড়ে অবস্থিত আনোয়ারায় প্রিমিয়ার মেটারনিটি এন্ড ডায়গনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
আনোয়ারা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আনোয়ারায় অবৈধ সরকারের অনুমোদন বিহীন ২০ টিরও বেশী প্রাইভেট ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নাম দিয়ে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। এ সব প্রাইভেট ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে উন্নত চিকিৎসা সেবার নামে নিম্নমানের সেবায় গলাকাটা মূল্য আদায় কর করা হচ্ছে। এ ছাড়া নানান অব্যবস্থাপনা ও সরকারের নীতিমালা অনুসরণ না করে এসব প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। আনোয়ারা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করে বলেন বৈধ কাগজপত্র ও সরকারের নীতিমালা অনুসরণ না করায় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।












