আনোয়ারায় গত দুই দিনে ৩৯ জন রোহিঙ্গা নারী–পুরুষকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার ও গতকাল বুধবার পারকি সমুদ্র সৈকত এলাকার টানেল সার্ভিস এরিয়া থেকে সেনাবাহিনী ও আনসার সদস্যরা এসব রোহিঙ্গাদের আটক করে। স্থানীয় একটি চক্রের সহায়তায় নৌপথে ভাসানচর থেকে এসব রোহিঙ্গা এসে এলাকায় নান অপরাধে জড়িয়ে পড়ছে বলে স্থানীয়া সূত্রে জানা গেছে।
জানা যায়, বুধবার ভোরে উপজেলার পারকি সমুদ্র সৈকতে টানেল সার্ভিস এরিয়া থেকে ৪ (বি এন) আনসার ব্যাটালিয়ন সদস্যরা কর্ণফুলী টানেল সার্ভিস এরিয়া থেকে ৮ রোহিঙ্গা নারী–পুরুষকে আটক করে। এদের মধ্যে ১ জন পুরুষ, ২ জন মহিলা ও ৫ জন শিশু রয়েছে। অপরদিকে মঙ্গলবার দুপুরেও পারকি সমুদ্র সৈকতের টানেল সার্ভিস এরিয়া এলাকা থেকে ৩১ জন রোহিঙ্গা নারী–পুরুষ আটক করে সেনাবাহিনীর টহল দল।
বিষয়টি নিশ্চিত করে নৌবাহিনী ক্যাম্পের লে. আলমগীর রানা বলেন, সেনাবাহিনী ৩১ রোহিঙ্গাকে আটক করে নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছেন বলে জানান। কর্ণফুলী টানেল এলাকার ব্যাটালিয়ন আনসার ক্যাম্প কমান্ডার আব্দুল জলিল জানান, ৮ রোহিঙ্গাকে আটক করে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।