আনোয়ারায় কলেজ ছাত্র আবদুল্লাহ আল মাসুমের রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে
হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে আনোয়ারা সদরে প্রতিবাদ মিছিল ও থানার প্রধান গেইটে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে এলাকাবাসী। এ সময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে অবরোধকারীদের পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে। এ ঘটনায় এলাকার মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী মাসুমের হত্যাকারীদের মামলার আওতায় এনে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এদিকে গত রবিবার রাতে মাসুমের পরিবার থেকে থানায় অভিযুক্তদের নাম উল্লেখ করে লিখিত এজাহার দিলেও পুলিশ এজাহার মূলে মামলা না নিয়ে অপমৃত্যুর মামলা নেয় বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম মামলা না নেওয়ার অভিযোগ সত্য নয় জানিয়ে বলেন, মাসুমের মৃত্যুর ঘটনায় গত রবিবারে রাতে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা গেলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরো বলেন, মাসুমের মৃত্যুর ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা এ বিষয়েও পুলিশ তদন্ত করছেন। অভিযুক্ত দীপ্ত দত্ত ঘটনার সময় কোথায় ছিলেন জানতে চাইলে বিষয়টি তদন্তাধীন আছে বলেও জানায় তিনি। মাসুমের পরিবার ও এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যার কারণে এলাকার বিভিন্ন বয়সের নারী-পুরুষ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে মামলা নেওয়ার দাবি জানান। তারা বিক্ষোভ প্রদর্শন, হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। পাশাপাশি অভিযুক্তের পিতার ব্যবসা প্রতিষ্ঠান ঘটনার পর থেকে বন্ধ থাকতে দেখে মাসুমের পরিবার ও স্থানীয়দের মাঝে সন্দেহ আরো বেড়ে গেছে।
নিহতের বড় ভাই অবদুল্লাহ আল মামুন (২২) এর অভিযোগ আমার ভাই মাসুমকে ডেকে নিয়ে রাতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে থানায় মামলা না করার জন্য একটি প্রভাবশালী মহল আমাদের বার বার হুমকি দিচ্ছে। আমরা এখন ভাইকে হারিয়ে নিরাপত্তাহীনতায় আছি, বাধ্য হয়ে ভাই হত্যার বিচার চেয়ে এলকাবাসীদের সাথে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।
উল্লেখ্য, গত শনিবার মধ্যরাতে উপজেলা সদরের ইছামতি এলাকা থেকে আবদুল্লাহ আল মাসুম (১৯) এর লাশ উদ্ধার করে। পুলিশের দাবি সহকর্মীদের সাথে রাতে ব্যানার লাগানোর জন্য বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। কিন্তু নিহতের পরিবারের দাবি রাতে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে মাসুমকে হত্যা করা হয়েছে।