ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে আনোয়ারাস্থ টানেল চত্বরে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাওলানা সগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম। জেলা সেক্রেটারি মাওলানা রুহুল্লাহ তালুকদার, প্রচার ও দাওয়াহ সম্পাদক নুর আহমেদ সিদ্দিকী এবং শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম অলি উল্লাহর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম–১৬ আসনের হাতপাখার প্রার্থী ফরিদ আহমদ আনছারী, আনোয়ারা–কর্ণফুলী চট্টগ্রাম–১৩ আসনের হাতপাখার প্রার্থী ইরফানুল হক হালিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ মিশকাতুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম পূর্ব জেলার সভাপতি মাওলানা ইউনুস, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, পূর্ব জেলা সেক্রেটারি আবুল কালাম, বাংলাদেশ জামায়াতি ইসলামি চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংগঠিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মুফতি মাহমুদ মাদানি, চট্টগ্রাম দক্ষিণ জেলা নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সেক্রেটারি মুহি উদ্দীন খান জসিম, গণঅধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি ডা. এমদাদুল হাসান, এনসিপির কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ জোবাইরুল আলম মানিক, খেলাফত মজলিস নেতা মাহমুদুল করিম কাসেমি প্রমুখ।












