আনোয়ারায় তৈলারদ্বীপ প্রিমিয়ার লিগ ফুটবল শুরু

| সোমবার , ৩ এপ্রিল, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ ইউনিয়নে প্রিমিয়ার লিগ ফুটবল শুরু হয়েছে। গত শুক্রবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে ফেরিঘাট ফুটবল একাদশ এবং দক্ষিণপাড়া ফুটবল একাদশের খেলা ১১ গোলে ড্র হয়। এম. এম. আর এন্টারপ্রাইজ স্বত্ত্বাধিকারি মো. মিজানুর রহমানের সহযোগিতায় এলাকা ভিত্তিক ১২টি দল নিয়ে এই ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে। এতে বারখাইন ইউনিয়ন যুবলীগ সহসভাপতি মো. বাবুল, আব্দুল্লাহ আল নোমান, আব্দুল্লাহ আল মাহাফুজ, মো. সাফায়েত আলী ও মিজানুর রহমানকে নিয়ে আয়োজক কমিটি গঠন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধওয়ানডে বিশ্বকাপের ‘ব্র্যান্ড’ উন্মোচন করলো আইসিসি
পরবর্তী নিবন্ধরাইজিং স্টারকে লজ্জায় ডুবিয়ে রানার্স আপ বন্দর ক্রীড়া সংস্থা