আনোয়ারার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী দুদকসহ একাধিক মামলার আসামি মো. জালাল উদ্দীন শাহ নামে সাবেক এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার বারশত ইউনিয়নের পারকি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জালাল একই ইউনিয়নের কুমড়া গ্রামের শেখ মোহাম্মদ শাহের পুত্র।
পুলিশ জানায়, গ্রেপ্তার জালাল উদ্দিন র্যাব ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে দুদকের ১ কোটি ২১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি আনোয়ারা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক। গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতকে বিএনপির দায়ের করা নাশকতা মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, দীর্ঘ দিন ধরে রাজনীতির ছত্রছায়ায় প্রভাব খাটিয়ে জালাল বঙ্গোপসাগর ও সমুদ্র উপকূল দিয়ে বিদেশি মদ ও ইয়াবার চালান এনে দেশের বিভিন্ন জেলায় পাচার করে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করে। বর্তমানে তার বিরুদ্ধে ১ কোটি ২১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের একটি মামলা চলমান আছে। তাছাড়া তার বিরুদ্ধে আনোয়ারা ও কর্ণফুলী থানাসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় মাদকের মামলা রয়েছে।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, আনোয়ারার তালিকাভুক্ত মাদক ব্যবসার গডফাদার ও যুবলীগ নেতা জালাল শাহকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আনোয়ারা থানা, দুদক ও বিভিন্ন থানায় মামলা রয়েছে। তার বিরুদ্ধে গতকাল আনোয়ারা থানায় আরো একটি মামলা হয়েছে।