আনোয়ারায় ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৫:৪২ পূর্বাহ্ণ

আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত দেড়টায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কালীগঞ্জ ব্রিজের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সাকিব প্রকাশ সাকিল (২১), মো. নেছার (২২), সাইফুল ইসলাম (৩৫), শাহাদাত হোসেন (২২), আরিফুল ইসলাম বাবু (২৫), মো. হাবিব (২৩), ও রাজিব চৌধুরী (২১)। তাদের কাছ একটি দেশীয় এলজি, একটি তাজা কার্তুজ, একটি লোহার তৈরি পাইপ গান, দুইটি জম্বি বেসলট ব্যাট, পাঁচটি বড় রাম দা, একটি তলোয়ার, একটি কুড়াল উদ্ধার করা হয়।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহানুর রহমান সোহাগ এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গোপন সুত্রে খবর আসেপরৈকোড়া ইউনিয়নের কালীগঞ্জ ব্রিজের ওপর একদল সশস্ত্র ডাকাত অবস্থান করছে। এরপর আনোয়ারা থানা পুলিশের বিশেষ টিম দ্রুত অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, গ্রেপ্তার ৭ দুষ্কৃতকারীসহ সঙ্গবদ্ধ ডাকাত দলের সদস্যরা আনোয়ারাসহ বিভিন্ন উপজেলায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ৩ মাস পর ভেসে উঠল রাঙামাটির ঝুলন্ত সেতু