চট্টগ্রাম থেকে বোনের বিয়ের বাজার করে টেক্সি করে ফেরার পথে ডাকাত চক্রের শিকার হয়েছে বাঁশখালী উপজেলার জিশু কান্তি সুশীল (৩০)। এ সময় ওই যুবককে মারধর করে মোবাইল নিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়েছে ডাকাত চক্রের এক সদস্য। গত বৃহস্পতিবার রাত ৯টায় আনোয়ারা উপজেলার শোলকাটা মেডিকেলের সামনে এ ঘটনা ঘটে। আটক ডাকাত দলের সদস্যকে জনতা পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
ভুক্তভোগী জিশু কান্তি সুশীল বলেন, বৃহস্পতিবার বোনের বিয়ের জন্য চট্টগ্রাম শহর থেকে বাজার করে বাড়ি ফেরার উদ্দেশে রাত ৮টার পর মইজ্জারটেক থেকে লোকাল যাত্রীবাহী টেক্সিতে গুনাগরি যাচ্ছিলাম। পথে টেক্সিতে যাত্রীবেশে থাকা ৩ যাত্রী চালক কালাবিবির দিঘীর মোড় এসে আমাকে দেশীয় অস্ত্র ধরে মারধর করতে করতে আনোয়ারা হাসপাতালের দিকে নিয়ে যায়। এ সময় আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাত দলের সদস্যরা আমার মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর সময় জনতা একজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ৩ ডাকাত পালিয়ে যায়।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ সময় স্থানীয়রা এক দুষ্কৃতকারীকে আটক করে পুলিশে দেয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।












