আনোয়ারায় টাইফয়েড কনজুগেট ভ্যকসিন (টিসিভি) বিষয়ক কর্মশালা গতকাল সোমবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাহতাব উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, মনির হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া,প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী,
মো.সানাউল্লা কাউছার, আইয়ুব খান প্রমুখ। সভায় আগামী মাসে অনুষ্ঠিত টাইফয়েড কনজুগেট ভ্যকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন সফল করতে সচেতনতা মূলক প্রচার প্রচারণা, উঠান বৈঠক, অভিভাবক সমাবেশসহ বিভিন্ন কার্যক্রম ও শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্যক্রম শতভাগ নিশ্চিত করতে শিক্ষক,অভিভাবক ও সচেতন মহলের সহযোগিতা করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী।