আনোয়ারায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:১১ পূর্বাহ্ণ

আনোয়ারায় মাহবুব আলম (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্জক এলাকার ফজু তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত মাহবুব আলম পটিয়া উপজেলার মালিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি শ্বশুর বাড়িতে বসবাস করতেন। তার স্ত্রী এবং এক কন্যা চট্টগ্রামের কেপিজেড এলাকায় একটি পোশাক কারখানায় কর্মরত। পরিবারের তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের প্রভাবে বুধবার সকালে তিনি নিজ ঘরে ভীমের সঙ্গে রশি টাঙিয়ে ‘আত্মহত্যা’ করেন।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে এবং ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

পূর্ববর্তী নিবন্ধকাল সাতকানিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প ও সমাবেশ
পরবর্তী নিবন্ধ৪৮ কোটি ২০ লাখ ডলারে বিক্রি পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা