আনোয়ারায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ১১ নভেম্বর, ২০২৫ at ৫:২৯ পূর্বাহ্ণ

আনোয়ারায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের পাঁচজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে বৈরাগ ইউনিয়নের চায়না শিল্পজোন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো.হাসেম (৩৯), মো. এসকান্দর (৩৫), মো. মুমিন (৩৫), আব্দুল্লাহ আল মামুন (৩১) ও মো.আলী আকবর (৩৩)। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত ১২টার দিকে বৈরাগ চায়না রোডের রাস্তার মাথা এলাকায় তারা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদ পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, গোপন সংবাদের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে এলাকায় অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে ঝটিকা মিছিলের প্রস্তুতি কালে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় চোলাইমদসহ এক ব্যক্তি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে গ্রাম পুলিশের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ