আনোয়ারায় ছয় মামলায় ৪৮ হাজার টাকা জরিমানা

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ১১:৩৩ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার মালঘর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইনে ৬ মামলায় ৪৭হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা উপস্থিত ছিলেন। অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আকতার জানান, মালঘর বাজারে অভিযান পরিচালনা করে দুইটি বেকারিসহ মোট ৬ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে জেনারেটর শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ঈগল পরিবহনের ৩ বাসকে জরিমানা