আনোয়ারায় মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে (১১) বলাৎকারের ঘটনায় শিক্ষক মো. সারোয়ারকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিক্ষক কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নুরুল আমিনের ছেলে। গত বুধবার রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ এলাকার মাদ্রাসা থেকে ওই শিক্ষককে
গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে আনোয়ারা থানা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ওই মাদ্রাসার ১১ বছরের এক ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসায় আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা বুধবার সন্ধ্যায় তাকে আটক করি। রাতেই নির্যাতিত ছাত্রের মা থানায় মামলা করেন।