আনোয়ারা উপজেলায় ১০০ লিটার চোলাই মদসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেল ৫টায় তৈলারদ্বীপ ব্রিজের উপর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, উপজেলার বারশত ইউনিয়নের দিঘীর পাড়া গ্রামের মৃত আহমদ শরীফের পুত্র মো. মিজান (৩৬), অনীল কান্তি নাথের পুত্র মিশন কান্তি নাথ (৩৫), মৃত আহমদ ছফার পুত্র জানে আলম (৪০) এবং গুন্দ্বীপ পাড়ার আলমগীরের পুত্র আজাদ হোসেন সুমন (৩২)।
এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মীর্জা মুহাম্মদ হাসান বলেন, চোলাই মদসহ ৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।