আনোয়ারায় চুলার আগুনে পুড়ল তিন বসতঘর

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ৪ জুন, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের জাকেরপাড়া এলাকার সুবেদার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত দেড়টায় সংঘটিত অগ্নিকাণ্ডে স্থানীয় আবদুল গফুর, খোরশেদা বেগম ও ফরিদা বেগমের ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ৩ পরিবারের ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত আবদুল গফুরের।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল কুমার মিত্র জানান, বৃহস্পতিবার রাত দেড়টায় বোয়ালীয়া গ্রামের তিনটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের টিম যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফরহাদাবাদ সেফ হোমে নিরাপদ হেফাজতির বিয়ে
পরবর্তী নিবন্ধজেলা প্রশাসকের কাছে সেবা প্রকল্পের প্রতিবেদন পেশ