আনোয়ারায় চুরির ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা, মুঠোফোন উদ্ধার করেছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত মো. তৌফিকুল ইসলাম (২২)কে গ্রেপ্তার করে। তৌফিক বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের প্রেমাসিয়া গ্রামের মৃত নুরুল আমিনের পুত্র। জানা যায়, গত ১৫ জানুয়ারি আনোয়ারা চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আলী হোসেনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় পরে আলী হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন। এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, চুরির ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশ চোরাইকৃত মালামালসহ অভিযুক্ত তৌফিকুলকে গ্রেপ্তার করেছে।












