আনোয়ারা উপজেলার পূর্ব বরৈয়ার সমাজসেবক মরহুম আব্বাস উদ্দিন আহমদ চৌধুরী স্মরণে গত শুক্রবার বিনামূল্যে খতনা, কর্ণছেদন, চিকিৎসা, ডায়বেটিস পরীক্ষা ও ব্লাড ক্যাম্পের আয়োজন করেছে মরহুম আব্বাস উদ্দিন আহমদ চৌধুরী স্মৃতি সংসদ। খতমে কোরআন ও কবর জেয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. নাজিম উদ্দিন সিকদার। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সংঘটনের প্রধান পৃষ্ঠপোষক জিয়া উদ্দিন আহমদ চৌধুরী আশফাক।
এতে আরো উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্ট বারের সদস্য এডভোকেট জেবুন নাহার লিনা। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফরহাদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলী হাসান ও মোহাম্মদ জহির প্রমুখ।
সকাল ৯টা থেকে আব্বাস উদ্দিন আহমদ স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় বিনামূল্যে ১৬৭ জনের খতনা, ৪২৮ জনের কর্ণছেদন, ২৩৮ জনের চিকিৎসা সেবা, ৩৮৭জনের ডায়বেটিস পরীক্ষা ও অসংখ্য লোকের ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্টিত হয়।
ক্যাম্পে স্বেচ্ছা সেবকের দায়িত্বে ছিলেন আবদুল্লাহ আল হোসেন, তাকমিল ইসলাম, আমির হামজা, শাহাব উদ্দিন, মোহাম্মদ হেলাল, রিদওয়ানুল ইসলাম রিয়াদ, হামিদুল্লাহ, আরমান হোসেন মানিক, সায়েম উদ্দিন, মো. সাজ্জাদ, শাহেদ, আরমান, শাহরিয়া, তৌহিদুল ইসলাম আকাশ ও মহিলা সদস্য। প্রেস বিজ্ঞপ্তি।












