আনোয়ারায় বাস্তবায়নাধীন চায়না অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় বেজার একটি দল নিয়ে পরিদর্শনে আসেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব মূনির উজ্জামান, যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন, আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন। বেজা চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারলে এলাকার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আশার আলো দেখবে। এসময় তিনি অগ্রগতি সম্পর্কে কিছু ইতিবাচক মন্তব্য করেন এবং চায়না ইকোনমিক জোন কর্মীদের দ্রুত মাস্টারপ্ল্যান জমা দিতে বলেন।
উল্লেখ্য, ২০২২ সারের (১১ আগস্ট) চায়না ইকোনমিক জোনের নতুন ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্বাক্ষর হয়েছে। আনোয়ারায় ৭৮৩ একর জমির ওপর ‘চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ স্থাপনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে নতুন করে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে চীনের চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন। এর আগে ২০১৬ সালের ১৪ অক্টোবর চায়না ইকোনমিক জোনের কাজের উদ্বোধন হয়। চায়নার ঠিকাদার চায়না হারবার এবং বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা)র যৌথভাবে প্রকল্পটির কাজ শুরু করে। কাজের তিন বছরের মাথায় করোনায় প্রকল্পটির কাজ বন্ধ হয়ে যায়। তবে চলমান তিন বছরে উল্লেখযোগ্য কোনো কাজ দেখাতে পারেনি চায়না ঠিকাদারি প্রতিষ্ঠানটি। সেই থেকে টিকাদার চায়না হারবার ও বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা)র সাথে যৌথ প্রকল্পটির কাজ থমকে আছে পাঁচ বছর ধরে। বেজা আর চায়না হারবারের বনিবনা না হওয়ায় কাজটি থমকে ছিল বলে জানান বেজা কর্তৃপক্ষ।