আনোয়ারায় চালককে হত্যা করে সিএনজি ছিনতাই, ২দিন পর হাত পা বাঁধা লাশ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৩৭ পূর্বাহ্ণ

আনোয়ারায় নিখোঁজের দুই দিন পর সিএনজি চালক মোহাম্মদ সাজ্জাদের (২৫) হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের কানুমাঝির হাট এলাকার শঙ্খ নদের চরের একটি দীঘিতে মরদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পুলিশের ধারণা অপরাধী চক্র চালককে হত্যা করে গাড়ি নিয়ে পালিয়ে যায়। নিহত সিএনজি চালক উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাও গ্রামের মোহাম্মদ নাছিরের ছেলে।

নিহতের বড় ভাই মো. শাহেদ জানায়, আমার ছোট ভাই সাজ্জাদ আমার সিএনজি চালাতেন। গত রবিবার রাত ১২টার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। পুলিশ তার মৃত দেহ উদ্ধার করলে আমরা ভাইয়ের লাশ শনাক্ত করি। আমার ভাইকে কোন চক্র পরিকল্পিত ভাবে হত্যা করেছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, মৃত দেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমশাল মিছিল করার সময় নিষিদ্ধ ছাত্রলীগের ৭ কর্মী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমুসলিম দেশগুলো ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করবে?