আনোয়ারা উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী গত বৃহস্পতিবার বিকালে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে পালিত হয়েছে।
সংগঠনের সভাপতি ডাক্তার সজল মিত্রের সভাপতিত্বে ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক জানে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডাক্তার শফিকুর রহমান, সজল দাশ,সি.এম. আলী হায়দার (দিদার), দীলিপ দাশ ও ছরওয়ার আলম। সভায় সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া সাধারণ মানুষকে সেবা প্রদান সহজলভ্য করতে পল্লী চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান।