আনোয়ারায় গাছের ডাল কাটা নিয়ে বিরোধে নিহত ১

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২৭ জুন, ২০২১ at ৫:৫৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় গাছের ডালপালা কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রতন দাশ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার আনোয়ারা সদর ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় নিহতের স্ত্রী অশ্রুদাশ (৫০) প্রতিপক্ষের ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে নিলয় কিশোরী ভৌমিক (১৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করে। মামলায় অপর আসামিরা হলেন- টিটু ভৌমিক (৫০), মিন্টু ভৌমিক (৪৭) ও কনিকা দাশ (৩৫)। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
আনোয়ারা থানা ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার আনোয়ারা সদর ইউনিয়নের খিলপাড়া গ্রামের বাসিন্দা নির্মল দাশের পুত্র নিহত রতন দাশ ও টিটু ভৌমিকের পরিবারের মধ্যে জায়গা জমির বিরোধ চলে আসছিল। এ নিয়ে পাল্টপাল্টি আদালতে মামলাও রয়েছে। শনিবার বিরোধপূর্ণ জমিতে রতন দাশ লাকড়ির গাছ কাটতে গেলে প্রতিপক্ষ টিটু ভৌমিক ও তার পরিবারের সদস্যরা এসে বাঁধা দেয়। এ সময় তর্কাতর্কি ও পরবর্তীতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয় রতন দাশ। স্থানীয়রা আহত রতন দাশকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর দুপুর সাড়ে ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। স্থানীয় চেয়ারম্যান অসীম কুমার দেব বলেন, জায়গা জমির বিরোধের জের ধরে মারমারির ঘটনায় আহত রতন দাশের করুণ মৃত্যু হয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসরাম সিকদার জানান, গাছের ডালপালা কাটাকে কেন্দ্র করে স্থানীয় খিলপাড়ার বাসিন্দা রতন দাশের উপর প্রতিপক্ষ হামলা চালালে আহত রতন দাশের হাসপাতালে মৃত্যু হয়। এ ঘটনায় নিলয় কিশোরী ভৌমিক নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে কাউন্সিলরের বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ছুরিকাঘাতে নিহত যুবকের লাশ উদ্ধার