আনোয়ারায় ঝিওরী খালে পড়ে শাহাদাৎ হোসেন প্রকাশ তিহান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার ঝিওরী গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার আব্দুর রশীদের ছেলে ও পশ্চিম বারখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
নিখোঁজ শিশুর পিতা আবদুর রশিদ বলেন, গত বুধবার বিকাল তিনটার দিকে তিহান বাড়ির উঠানে খেলার সময় এক পর্যায়ে বাড়ির পাশের বাশের সাঁকো পার হয়ে খালের ওপারে চলে যায়। এর পর থেকে নিখোঁজ রয়েছে সে। আমরা ধারণা করছি, তিহান খাল পার হওয়ার সময় সাঁকো থেকে খালে পড়ে নিখোঁজ হয়। সাঁতার না জানায় তার কূলে উঠা সম্ভব হয়নি।
আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দুলাল মিত্র বলেন, খবর পেয়ে গতকাল ডুবুরি দল স্থানীয় ঝিওরী খালে উদ্ধার অভিযান পরিচালনা করে। এক কিলোমিটার এলাকায় তল্লাশি করেও নিখোঁজ শিশুর সন্ধান পাওয়া যায়নি।