বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত শনিবার রাত ৮টায় উপজেলার চাতরীতে এটি অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য খোরশেদুল আলমের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম–১৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুর উদ্দিন চৌধুরী, জাকারিয়া চৌধুরী জকু, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহাজাহান, ভিপি মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান মো. হাছান চৌধুরী, আখতার নবী, সাইফুল আলম, এডভোকেট লোকমান শাহ, কাসেম মেম্বার, শহীদুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি হারেছ আহমেদ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সরওয়ার, ছাত্রদল নেতা এড. অহিদুল ইসলাম, জুয়েল, শেখ আব্দুল্লাহ প্রমুখ। সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমৃত্যু দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন। স্বৈরচারের বিরুদ্ধে সংগ্রাম করে আপষহীন দেশের নেত্রী এবং গণতন্ত্রের মা উপাধি পেয়েছেন। তাঁর চিন্তা, কাজ, দক্ষতা এবং সর্বোপরি মানুষের প্রতি ভালোবাসাই তাঁকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে।












