আনোয়ারায় একটি গরুর খামারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল মো. ইলিয়াছ বাবু (৩২) নামে খামারের মালিককে মারধর করে ৬ লাখ টাকা মূল্যের ৩টি গরু, নগদ টাকা ও মুঠোফোন নিয়ে যায়। গত মঙ্গলবার রাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর ৯৯৯ এ অভিযোগ জানালে পুলিশ ঘটনাস্থলে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ২ টার দিকে একদল সশস্ত্র ডাকাত নোহা গাড়ি ও একটি মিনি ট্রাক নিয়ে ইলিয়াছ বাবুর খামারে হানা দেয়। এ সময় তারা দরজা ভেঙ্গে প্রবেশ করে খামারীকে মারধর করে।
খামারের মালিক মো. ইলিয়াছ বাবু বলেন, রাতে আমি খামরের ভেতর ঘুমাচ্ছিলাম। তখন খামারের গ্রীলের দরজা ভাঙ্গার শব্দে ঘুম থেকে জেগে ওঠি। তবে মুহূর্তেই ডাকাত দল দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে। তখন তারা আমার হাত-পা, মুখ বেঁধে মারধর করে। এ সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। তখন তারা খামার থেকে ৩টি গরু, নগদ ৩০ হাজার টাকা ও মুঠেফোন নিয়ে যায়। গরু তিনটির বাজার মূল্য ৬ লাখ টাকার বেশি হবে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। স্থানীয় ইউপি সদস্য মো. এরফান বলেন, খামারিকে বেঁধে গরু লুট করার ঘটনা নজির বিহীন। আমরা ঘটনাটি থানা পুলিশকে অবহিত করেছি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. দিদারুল ইসলাম বলেন, অপরাধীদের শনাক্ত করতে পুলিশ বিভিন্ন স্থানের সিসি ফুটেজ পরীক্ষা করে দেখছেন।