আনোয়ারায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) এর আওতায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল আনোয়ারা উপজেলা হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
‘কৃষিই সমৃদ্ধি’- স্লোগানকে সামনে রেখে ২০২১-২২ অর্থ বছরের দিনব্যাপী এই সিআইজি কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়। আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহম্মেদের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) সরোয়ার মোহাম্মদ আবু কাউছার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী।
বিশেষ অতিথিদের মাঝে বক্তব্য রাখেন বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শামশুল ইসলাম চৌধুরী, হাইলধর ইউনিয়নের চেয়ারম্যান কলিম উদ্দীন, চাতরি ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দীন আহমেদ চৌধুরী। বক্তব্য রাখেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার আলম। অনুষ্ঠানে উপজেলার ১১ ইউনিয়নের কৃষক, ইউপি সদস্য ও সংশ্লিষ্ট কৃষি উপসহকারীরা উপস্থিত ছিলেন।