আনোয়ারায় কালর্ভাটের নিচে অজ্ঞাত যুবতীর লাশ

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩১ ডিসেম্বর, ২০২০ at ৭:১১ পূর্বাহ্ণ

আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নে অজ্ঞাতনামা এক যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে ইউনিয়নের সাত্তারহাট-মুরালি সড়কের কালর্ভাটের নিচে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, লাশটির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। পরনে থ্রিপিস, বয়স আনুমানিক ২০-৩০ বছর হবে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৫ ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে