আনোয়ারায় কর্ণফুলী ড্রাইডকের বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন

খাল ও ঘাটের চলাচলের রাস্তা দখলের অভিযোগ

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১৬ জানুয়ারি, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বদলপুরা গ্রামের ১৪ নম্বর ঘাটের চলাচলের রাস্তা ও সিজনা খাল কিছু দালালের সহয়তায় কর্ণফুলী ড্রাইডকের নামে দখলে নেওয়ার চেষ্টার বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১ টায় স্থানীয়দের ব্যানারে ১৪নং ঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মো. নোয়াব আলীর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বৈরাগ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান, আওয়ামী লীগ নেতা মো. রফিক আহমদ, ইউপি সদস্য মো. মোরশেদ আলম, মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ মাসুদ।
প্রতিবাদ সমাবেশে বক্তব্যকালে চেয়ারম্যান মো. সোলাইমান বলেন, ১৯৯৬ সালে চসিকের অধীনে কর্ণফুলী নদীর আনোয়ারা-কর্ণফুলী অংশের বৈরাগ ইউনিয়নের বদলপুরা এলাকার মানুষ চট্টগ্রাম শহরের ওপাড়ে যাতায়াতের সুবিধার্থে ১৪নং ঘাট চালু করা হয়। প্রতিদিন বিভিন্ন পেশার কয়েক হাজার মানুষ জীবিকা নির্বাহের জন্য এ ঘাট দিয়ে চট্টগ্রাম শহরের যাতায়াত করে। সমপ্রতি স্থানীয় কিছু চিহ্নিত ভূমি দালালের সহয়তায় কর্ণফুলী ড্রাইডক (জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান) ঘাটে চলাচলের রাস্তা ও খাল দখল করে রেখেছে। ঘাটের রাস্তা ও খাল দখল মুক্ত করতে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজনের মধ্যে দিয়ে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এব্যাপারে জানতে চাইলে কর্ণফুলী ড্রাইডকের প্রকৌশলী মোহাম্মদ সোলাইমান আজাদীকে জানান, কর্ণফুলী ড্রাইডকের খাল ও রাস্তা দখলের অভিযোগ সত্য নয়। এটি সম্পূর্ণ মিথ্যা একটি কুচক্রীমহল ড্রাইডকের বিরুদ্ধে অপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধটিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে শঙ্কা কতটুকু?
পরবর্তী নিবন্ধউন্নয়ন দেখতে বাংলাদেশে আসতে চান রাজা ফিলিপ