আনোয়ারায় ওঁমকার হত্যায় ৪ জনকে আসামি করে মামলা

নির্বাচনী সহিংসতা

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ৮ জানুয়ারি, ২০২২ at ৭:১৫ পূর্বাহ্ণ

আনোয়ারায় গত ৫ জানুয়ারি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতি পক্ষের হামলায় ওঁমকার দত্ত নিহত হওয়ার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ৪ জনকে আসামি করে থানায় মামলা করেছেন নিহতের পিতা নেপাল দত্ত।
নিহত ওঁমকার দত্তের ভগ্নীপতি কল্লোল সেন জানান, গত বুধবার উপজেলার চাতরী ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন বেলা ১১ টায় স্থানীয় সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অনতিদূরে ইউপি সদস্য প্রার্থী রঘুনাথ সরকার লোকজন নিয়ে পরিকল্পিতভাবে ওঁমকার দত্তকে হত্যা করেন। এ ঘটনার ১ দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় ওঁমকারের সৎকার শেষে রাত সাড়ে ১১ টায় প্রধান অভিযুক্ত রঘুনাথ সরকারসহ ৪ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করে আনোয়ারা থানায় মামলা দায়ের করা হয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস.এম.দিদারুল ইসলাম সিকদার জানান, বৃহস্পতিবার রাতে ওঁমকার দত্ত হত্যার ঘটনায় মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘টাকার জন্য যমজ শিশুদের মাকেও নির্যাতন করেন মালিক সারোয়ার’
পরবর্তী নিবন্ধমুক্তির আশায় শহরে এসে ওদের ঠাঁই হয় অন্ধকার জগতে