আনোয়ারায় এলাকাবাসীর মানববন্ধন

ফসলি জমিতে বিদ্যুৎকেন্দ্র না করার দাবি

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ এপ্রিল, ২০২১ at ১১:২৬ পূর্বাহ্ণ

আনোয়ারার ফসলি ধানি জমিতে বিদ্যুৎ কেন্দ্র না করার দাবিতে গতকাল বুধবার উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া-গোবাদিয়ায় স্থানীয়দের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ইউপি সদস্য নুর মোহাম্মদের সভাপতিত্বে ও কৃষকলীগ নেতা হেজকেল খানের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল।
সিইউএফএল দক্ষিণে গোবাদিয়া পারকি সড়কে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আবদুর রহমান খান, কৃষকলীগ নেতা এম.এ কাইয়ূম, শ্রমিকলীগ নেতা মো. শাহজাহান, জমির মালিক নুর মোহাম্মদ, আনিস খান, জালাল শাহ্‌, আবু তালেবসহ স্থানীয়রা। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা জানতে পেরেছি গোবাদিয়া এলাকার ৩ ফসলি জমিতে বিদ্যুৎ কেন্দ্র করার জন্য ভূমি অধিগ্রহনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। ইতিমধ্যে বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে এলাকাবাসী চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ বরাবরে স্মারকলিপি দেয় এবং এলাকাবাসীর পক্ষ থেকে ৩ ফসলি জমিতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনা না করার দাবি জানানো হয়। তারপরও প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত পরিবর্তন না করায় এলাকাবাসী পৈত্রিক ভূমি হারানোর ভয়ে আতংকিত রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে আনোয়ায়া উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ জানান, সরকারের পাওয়ার গ্রেড কোম্পানি হতে বিদ্যুতের সাব স্টেশন প্লান্ট করার জন্য ৩৩ শতক জমি অধিগ্রহন করার জন্য (গোবাদিয়া মৌজা) প্রস্তাব পাওয়া গেছে। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধপ্রণোদনার বিষয় নিশ্চিত করতে হবে : বিভাগীয় কমিশনার